ছাতক উপজেলা হাসাপাতালে রেকর্ড সংখ্যক প্রসূতির নরমাল ডেলিভারি

সেলিম মাহবুব, সিলেটঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় স্বাস্থ্য সেবার অগ্রযাত্রায় ও অত্যাধুনিক মাতৃসেবার ক্ষেত্রে এক মাসে রেকর্ড পরিমান প্রসূতি মায়ের স্বাভাবিক ভাবেই প্রসব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের ইতিহাসে গত অক্টোবর মাসে প্রথমবারের মতো ১০১ জন প্রসূতি মায়ের স্বাভাবিক ডেলিভারি করতে সক্ষম হয় সরকারী স্বাস্থ্যসেবা প্রদানকারী এ প্রতিষ্ঠান। প্রথমবারের মতো ১০০ নরমাল ডেলিভারির মাইল ফলক স্পর্শ করায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কমচারীবৃন্দ দিনটিকে স্মরণ করে রাখতে এক অন্যরকম উৎসবে মিলিত হন। দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে একটি কেক কেটে দিনটি উৎসবের আনন্দে উদযাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী সহ ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কমচারীবৃন্দ । একই সাথে কৈতক হাসপাতলে অক্টোবর মাসে নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে ১৭৫টি।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী জানান, বর্তমান সরকারের স্বাস্থ্যখাতে ক্রমবর্ধমান উন্নয়নের ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে স্বাস্থ্যসেবার মান দিন দিন বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমবারের মতো এক মাসে সর্বাধিক নরমাল ডেলিভারি করতে সক্ষম হয়। সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেনের দিকনির্দেশনায় জেলার প্রতিটি উপজেলায় শতকরা ২০ভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি পেয়েছে। কৈতক ২০ শয্যা হাসপাতাল হলেও এখানে অনেক বেশি ডেলিভারি হচ্ছে। অক্টোবর মাসে ১৭৫ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি করা সম্ভব হয়েছে এখানে। ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সেবার মধ্যে সিজারিয়ান ডেলিভারি, দন্ত চিকিৎসা, চক্ষু চিকিৎসা, ডিজিটাল এক্স-রে সেবা,

ল্যাব ডাইনেস্টিক, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঔষধের কেন্দ্র, গর্ভ পূর্ববর্তী ও পরবর্তী সেবা কেন্দ্র, আইএমসিআই কর্নার, ডটস্ কর্নার ও বৈকালিক চেম্বারে রোগিদের সেবা গ্রহনের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া একটি আইসিইউ অ্যাম্বুলেন্স সহ তিনটি অ্যাম্বুলেন্স সক্রিয়ভাবে কাজ করছে। সহকর্মীদের সার্বিক সহযোগিতা ও টিম ওয়ার্ক কাজ করায় ছাতক স্বাস্থ্য কমপেলক্সের এ সফলতার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান দিন-দিন বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মনে করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়নের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা থাকায় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top