দাকোপে কালাবগী দ্বীপে বসবাসকারীদের মানবতার জীবন যাপন

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনাঃ খুলনার দাকোপ উপজেলায় সুতারখালী ইউনিয়নে কালাবগী গ্রামে বিছিন্ন ব- দ্বীপ এলাকায় বসবাসকারী আসহায় মানুষের মানবতের জীবন যাপন করছেন। এ এলাকার মানুষের জীবন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বন নির্ভরশীল। সরেজমিনে ঘুরে জানাযায়, সুতারখালী ইউনিয়নে ৯ নং ওয়াডের কালাবগী গ্রামের বিছিন্ন দ্বীপের বসবাসকারী আসাদুল গাজী (৫০) জেহের আলী সরদার (৫৫) আলী গাজী (৭০) নির্মল মন্ডল (৫৫) শ্যালল সরদার (৬৫) আসহায় মানুষের সাথে কথা হলে তাঁরা বলেন দীর্ঘ দিন ধরে এ ব-দ্বীপে বসবাসরত আছেন। বসবাসকারীরাদের নেই কোন যাতায়াতের জন্য সুব্যবস্হা, মানুষের মৌলিক চাহিদার অভাব অভাবনীয়। প্রাকৃতিক দুর্যোগমোকাবেলায় ক্ষতি গ্রস্ত হতে হতে তাঁরা এখন শিবা, কালাবগী, সুতার খালী নদীর মোহনায় ব-দ্বীপে বসবাসরত আছেন। প্রায় শতাধিক পরিবার এখানে বসবাস করে আসছে।

আনেক কষ্টে প্রতিদিন তাঁদের নিত্যপ্রযোজনীয় জিনিস প্রত্র কেনা কাঁটার জন্য কালীবগী বাজার সহ ছেলে মেয়েদের পড়া লেখা কারনোর জন্য স্কুলে যেতে প্রায় তিন কিলোমিটার নদী পাড়ীদিয়ে যাতায়াত করতে হয়। এলাকাবাসীর নৌকা হচ্ছে চলাচলের এক মাত্র অবলম্বন। জঙ্গলে মাছ,কাঁড়া, ধরে জীবিকা নির্বাহ করেন এ দ্বীপের মানুষ। এছাড়াও ৯ নং ওয়াডের কালাবগী ঝুলন্ত পাড়ার মানুষ প্রতিদিন জোয়ার ভাটার সংঙ্গে যুদ্ধ করে বসবাসকরে আসছেন। এব্যাপারে দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সাথে কথা হলে তিনি বললেন কালাবগী ঝুলন্ত পাড়াসহ এ দ্বীপের মানুষের যাতাযাতের জন্য উপজেলা পরিষদ থেকে একটি ট্রলার অতি স্বরত্তর দেওয়ার জন্য ব্যবস্হা করবো। আমি ঐ এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলেছি। ওখানে একটি মসজিদ ও বনবিবি পূজার মন্দিরও আছে। এ-সময় আমার সাথে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি সদস্য নিমাই মন্ডল,মহিলা সদস্য বেবীনাজনীন ও এলাকার সুধী জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top