সৈয়দ জাহিদুজ্জামানঃ খুলনার নদীগুলোতে মা ইলিশ সংরক্ষণে খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল এর নেতৃত্বে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১ নভেম্বর খুলনার রূপসা, ভৈরব, আতাই ও নবগঙ্গা নদীতে এ যৌথ পরিচালিত এ যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন দিঘলিয়া উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন। এ অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র এসিস্ট্যান্ট ডাইরেক্টর বিশ্বজিৎ বৈরাগী,
এসিস্ট্যান্ট ডাইরেক্টর রাজ কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিঘলিয়া মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রূপসা বাপী কুমার দাসসহ খুলনা সদর নৌ থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তর খুলনার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযানে আটককৃত প্রায় ৪৫ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।