দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের থানায় অভিযোগ

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনাঃ খুলনার দাকোপ উপজেলায় পানখালী ইউনিয়নে পানখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহে ভাংচুরও প্রাননাশের হুমকি।তবে এ ঘটনায় দাকোপ থানায় উভয় পক্ষের পৃথকভাবে অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী রশিবুল ইসলাম জানাযায়, পানখালী ইউনিয়নে ২ নং ওয়াডের পানখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মৃত আমিন উদ্দিন শেখের পুত্র মোঃ আকিল শেখ (৫৫), আকিল শেখের পুত্র মেজবা শেখ(৩৫) ও আকিল শেখের স্ত্রী সকিনা বেগম (৫০) বিবাদীরা ভুক্তভোগীর বাড়ীতে ২৫ অক্টোবর সকালে অনধিকার প্রবেশ করে ভুক্তভোগীর মা ও স্ত্রীর উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চড়াও হয়। তখন বিবাদীগন রশিবুলের স্ত্রী মুসলিমা বেগম ও মা মেরিজান বেগমকে অকর্থ্য ভাষায় গালিগেলাজ সহ প্রান নাশাশের হুমকি দেয়। বিবাদী গন লাঠিসোঠা নিয়ে মারিতে উদ্ধাত হয় এবং রশিবুলের শিশু পুত্র দ্বয়কেও প্রাননাশের হুমকি দেয়। গোলযোগেরএক পর্যায়ে বিবাদীরা রান্নাঘরের বেড়া ভেঙে প্রয়োজনী জিনিস পত্র বাহিরে ছুড়েঁ ফেলে দেয়।

উল্লেখ যে বিগত দিনে বিবাদীরা বাড়ীর সীমানা সংক্রান্ত বিষয়ে মারা মারি করে রশিবুল ইসলাম ও তাঁর মা কে মারধর করে মাথা ফেটিয়ে দেয়। সেই থেকে আজও বিবাদীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদ কলাহে লিপ্ত রয়েছে। এ বিষয় টি নিয়ে সরেজমিনে ভুক্তভোগী দের বাড়ীতে গেলে স্হানীয় বাসিন্দা গাউস শেখ (৭৫) ও শহর আলী সরদার (৭০) জানান মোঃ আকিল শেখ পূর্ব শত্রুতার জের ধরে রশিবুল ইসলামের পরিবারের উপর এ ধরনের অপরাধ, অন্যায় অত্যাচার করে চলছে। এ ঘটনায় ভুক্তভোগী রশিবুল ইসলাম ন্যায়বিচার পাওয়ার জন্য দাকোপ থানায় একটি অভিযোগ করেছে। এ ব্যাপারে দাকোপ থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) ও পানখালী ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত বিটপুলিশিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন উভয় পক্ষই পৃথকভাবে থানায় অভিযোগ করেছে। যাহার সত্যতা যাচাই বাছাই করার প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্হা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top