সেলিম চৌধুর, পটিয়া চট্টগ্রামঃ সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশের ব্যবস্থাপনায়, আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী ছাত্র যুব পরিষদের যৌথ সহযোগিতায় ১১ দিন ব্যাপী গাউসুল আজম দস্তগীর (কঃ) কনফারেন্সের সমাপনী দিবস ২৬ অক্টোবর বৃহস্পতিবার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞাঁ মন্জিলে অনুষ্টিত হবে। এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন শাহসূফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী(মঃজিঃআঃ)।
মাহফিলে ত্বকরির পেশ করবেন আলহাজ্ব শাহসূফি মাওলানা মুফতি সৈয়্যদ মুখতার রেজা মাসুমী সুলতানপুরী, মাওলানা মুহাম্মদ এনাম রেজা আলকাদেরী, শাহজাদা মাওলানা মুহাম্মদ সৈয়্যদুল বারী। উক্ত মাগফিল সফল করার জন্য সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশের সভাপতি ইন্জিনিয়ার জসীম উদ্দিন, মাহফিল কমিঠির আহবায়ক মুহাম্মদ বদিউল আলম , সদ্যস সচিব এস এম আমান উল্লাহ আমিরী সকলের প্রতি আহবান জানিয়েছেন।