সাইফুল আলম দুলাল কেন্দুয়াঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল মতিন।
শনিবার ২১ অক্টোবর আটপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও রবিবার (২২ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া বড়বাড়ি পূজা মন্দির, রাজিবপুর বিন্দুবাসিনী ও সরকার বাড়ি দূর্গা মন্দির, আশুজিয়া ইউনিয়নের নগুয়া স্বপন দত্তের বাড়ি পূজা মন্দির, কৃষ্ণরামপুর নয়াপাড়া দুর্গা মন্দির, গোবিন্দপুর দুর্গা মন্দির, চিরাং ইউনিয়নের সাজিউড়া দেব মন্দির সহ নওপাড়া ইউনিয়ন ও পৌরসভার বেশ কিছু পূজামণ্ডপ পরিদর্শন করেন । পরিদর্শন কালে তিনি সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা ও শুভেচ্ছা বিনিময় করেন ।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভুঁইয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি ও নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ভুঁইয়া জামান এবং উপজেলা আওয়ামী কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ আফজাল আহমেদ মুকুল । এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী সফর সঙ্গী হিসেবে ছিলেন।