শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনাঃ খুলনার দাকোপ উপজেলায় সুতারখালী ইউনিয়নে ৮নংওয়ার্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দাকোপের সুতারখালী ইউনিয়নের কালাবগী (৮ংওয়ার্ডের)জোয়াদ্দার পাড়া এলকায়। এ ঘটনায় এলকায় শোকের ছায়া নেমে এসেছে ।স্থানীয়রা জানান,২১ অক্টোবর শনিবার রাত আনুমানিক সাড়ে আটটারদিকে স্হানীয় শহীদুল সানার স্ত্রী আনোয়ারা বেগম ধানের ক্ষেতে ইদুর মারার জন্য ঘরের মিটারের সাথে গুণু তারের লাইন টেনে নিয়ে বাড়ি পাশে ধান ক্ষেতে নিয়ে যায়।
জনসাধারণের চলাচলের রাস্তা পর দিয়ে গুন তার টানোর কারণে, ওই পথ দিয়ে হেঁটে যাবার সময় স্থানীয় লুৎফার সানার জামাই তালাউপজেলার জালালপুর ইউনিয়নের কানাদি গ্রামের মোক্তার মোড়ালর পুত্র আবদুলা মোড়ল(৩৪) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।স্থানীয়দের দাবী, এ গর্হিত কাজের জন্য দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে কেউ না ঘটায় সে কারণে যথাযত দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি করেছে নিহতের পরিবার। তবে এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।