ইমাদুল ইসলাম,যশোরঃ যশোরের অভয়নগরে দেড় ডজনেরো বেশি মামলার আসামি মাদক সম্রাজ্ঞী লিপি বেগম ওরফে শিল্পী (৪৬) অভয়নগর থানা পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল শনিবার সকালে নওয়াপাড়া গরুহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী লিপি বেগমের নামে মাদক মামলা থাকায় শনিবার সকালে তার নিজ বাড়ী থেকে থানা পুলিশ গ্রেফতার করে। সে ওরেন্টভুক্ত ও একাধিক মাদক মামলার আসামী। সে দীর্ঘ দিন ধরে এ মাদক ব্যবসা করে আসছেন।
মাদক নির্মুল করতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। লিপি বেগম উপজেলার বুইকারা গ্ৰামের হিরো মিয়ার স্ত্রী।অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট ভুক্ত আসামিকে উপজেলার বুইকারা গরু হাট এলাকা থেকে পুলিশের একটি টিম তাকে আটক করেছে। তার বিরুদ্ধে এর আগেও ২০টি মামলা রয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।