ফিলিস্তিনে ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে ওলামা পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। মধুপুর বনিক সমিতির উদ্যোগে সকল দোকান বন্ধ রেখে বণিক সমিতির সকল তৌহিদী জনতা সমাবেশে যোগদেন। শনিবার সকাল ১১টায় উপজেলার মধুপুর রানীভবানী মডেল সরকারী উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আব্দুর রউফ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান,এসময় আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু,

সাবেক ভাইস চেয়ারম্যন মীর ফরহাদুল আলম মনি, সহ ওলামা পরিষদের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বায়তুল মোকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত স্থান। আমরা শুধু ফিলিস্তিনিদের পক্ষে না, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে। ফিলিস্তিনের মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাবার পর যখন প্রতিবাদ করেছে, তখন পশ্চিমা বিশ্ব তাদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিচ্ছে। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। এসময় বক্তারা ইসরাইলি সকল পণ্য বর্জন করার আহবান জানান। প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মধুপুর সাথী মোড়ে এসে শেষ হয়। পরে নির্যাতিত ফিলিস্তিনীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top