খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খানাবাড়ী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা পরিবার। গতকাল ১৪ অক্টোবর শনিবার ছিল প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। এ উপলক্ষে সকাল ১০টায় ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে অবসরগ্রহণ করায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা: রুমানাই ইয়াসমিন। ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতা করেন আর আর এফ সেকেন্ডারী স্কুলের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, খুলনা ইঞ্জিনিয়ারিং
ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা, সোনালী জুট মিলস স্কুলের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান হাওলাদার। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিল। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
এর আগে গত ১২ অক্টোবর খানাবাড়ী গার্লস হাই স্কুলের ম্যানিজিং কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলো বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। উপস্থিত ছিল বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য মো. কবির আলম খানসহ অন্যান্য সদস্যগণ।