নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় একটি র্যালি বের হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী পরবর্তীতে নন্দীগ্রাম সরকারি পাইলট হাইস্কুল গেট সংলগ্ন ফায়ার সার্ভিস অফিসারদের মাধ্যমে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্টিত হয়। পরে উপজেলা
পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কুরশিয়া আক্তার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী বানু, ভেটেরিনারী সার্জন ডা. মোঃ শরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল হক, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শুভ্র বসাক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার তানভির হাসান প্রমূখ।