নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় শ্রী-সুমন্ত প্রামানিক নামের এক বৃদ্ধেরর মৃত্যু হয়েছে। মৃত শ্রী-সুমন্ত প্রামানিক (৭০) নন্দীগ্রাম পৌর সভার ১নং ওয়ার্ডের ফোকপাল হিন্দুপাড়ার মৃত খগেন্দ্রনাথ প্রামানিকের ছেলে বলে জানা যায়। প্রাপ্ত তথ্য জানা গেছে, বুধবার (১১অক্টোবর) সন্ধা ৭টায় সময় ফোকপাল রাস্তা দিয়ে বগুড়া
নাটোর মহাসড়কে উঠছিলেন সুমন্ত্র প্রামানিক। এমতবস্থায় অজ্ঞাতনামা এক মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সুমন্ত্র প্রামানিক। এবিষয়ে কুন্দারহাট ফাঁড়ি থানার ইনচার্জ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেল চালকের সন্ধান পাওয়া যায়নি।