কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৭১৩ পরীক্ষার্থী

উচ্চপ্রু মারমা ( রাঙামাটি) প্রতিনিধিঃ দেশের অন্যান্য স্থানের মতো রবিবার ( ৬ নভেম্বর) সকাল ১১ টা হতে রাঙামাটির কাপ্তাই এ শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে উপজেলার একটি মাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে সর্বমোট ৭ শত ১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
এইসময় বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, গত আগস্টে আমাদের পরীক্ষা হবার কথা ছিল, কিন্তু করোনার কারনে ২ মাস পিছিয়ে আজ পরীক্ষা দিতে এসে আমরা অনেক খুশি।

কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম বেলাল চৌধুরী জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৭ শত ১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তৎমধ্যো কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে ১শত ৫১ জন এবং কর্ণফুলি সরকারি কলেজ হতে ৫ শত ৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এদিকে প্রথমদিন কেন্দ্র পরিদর্শন করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, কাপ্তাই উপজেলায় একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে।কেন্দ্রের ২শত গজের মধ্যে আইনশৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে।

ছবির ক্যাপশনঃ পরীক্ষা শুরুর আগে কর্ণফুলী সরকারি কলেজ হতে তোলা ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top