বাগেরহাটে গাঙচিলের ১৮৪তম জেলা সাহিত্য সম্মেলন ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

IMG_20231008_214930-scaled.jpg

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ১৮৪ তম জেলা সাহিত্য সম্মেলন ও ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের এসি লাহ মিলনায়তনে সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাঙচিল বাগেরহাট
জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। সম্মেলন উদ্ভোধন করেন গাঙচিল খুলনা বিভাগীয় সভাপতি কবি শেখ ইকবাল হোসেন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্মায়ক অধ্যক্ষ আখতার হোসেন। গাঙচিল
সাহিত্য সংস্কৃতি পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার লুনার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, সদরউপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আঃ বাকী, জেলা কালচারাল অফিসার মো: রফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান। আলোচনা সভা ও সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ তৈফুন নাহার, সহ-সভাপতি মোঃ মহিতুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক
হেনা চৌধুরী, সম্মেলন সম্পাদক আসমাতুল ফাতেমা ময়না, অর্থ সম্পাদক মোঃ ওমর আলী,কচুয়া উপজেলা সভাপতি এস.এম নাজমুল হুদা।

কেন্দ্রীয় সম্মায়ক মোঃ লিয়াকত হোসেন,সেলিম রেজা, খানজাহান আলী উপজেলা শাখার সভাপতি এস.এম আঃ রহমান, বাগেরহাট থিয়েটারের সভাপতি শেখ আজমল হোসেন প্রমুখ। সম্মেলনে আলোচনা সভা, কবিতা পাঠ, গাঙচিল ৪৯তম প্রতিষ্ঠা বাষিকর্ী উপলক্ষ্যে কেক কাটা ও গাঙচিল বাগেরহাট পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষা জীবনে সাফল্যের সাথে কৃতিত্ত্ব লাভ করায় সম্মাননা ক্রেস্ট বিতরন ও এক মনোঞ্জ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top