দিঘলিয়ায় জমি বিক্রি করে বিক্রেতার ফাঁদে অসহায় মহিলা চলাচলের রাস্তা বন্ধ

এস.এম.শামীম দিঘলিয়া খুলনাঃ দিঘলিয়ার ৩ নং সদর ইউনিয়ন এর সুগন্ধি ৭ নং ওয়ার্ড এলাকায় মালিকের কাছ থেকে জমি কিনে সেই জমিতে ঘর তুলে মালিকের ই চলাচল করার পথ বন্ধ করে দিয়েছে ক্রেতা। সুএে আরো জানা যায় সুগন্ধি এলাকার বাসিন্দা খুলনা জেলা মহিলা লীগের সদস্য নয়ন তাঁরা এর নিকট হতে গত ১ বছর আগে মৃতঃ সালাম শেখ এর পুএ মামুন শেখ ৪ শতক জমি ক্রয় করেন এবং উক্ত জমির গা ঘেঁষে ছিল একটি চলাচলের রাস্তা, মামুন শেখ তার প্রভাব খাটিয়ে উক্ত জমির ওপর পাকা বসত ঘর তোলে এতে মামুন শেখ এর ক্রয়কৃত জমি ছাড়াও তিনি উক্ত চলাচল এর রাস্তা বন্ধ করে দেয়, এবিষয়ে জমির প্রকৃত মালিক বিধবা নয়ন তাঁরা বাধা দিতে গেলে মামুন শেখ তার কথা না শুনে নিজের মতো করে রাস্তা বন্ধ করে ঘর তোলে এবিষয়ে নয়ন তাঁরা প্রতিবেদক কে জানান আমি একজন আওয়ামী লীগ এর জেলা পর্যায়ের নেতৃ আমার সম্মানের দিকটা ভেবে মামুনের সাথে কোন প্রকার ঝামেলা না করে দিঘলিয়া থানা পুলিশ কে অবগত করি বিষয় টি মামুন শেখ বুঝতে পেরে গভীর রাতে উক্ত নির্মাণাধীন ঘর ভেঙে ফেলে এবং আমার উপর দোষারোপ করার চেষ্টা করে যা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক , এমন কি মামুন শেখ আমার বিরুদ্ধে একটি মামলা ও করে। কিন্তু মামুন শেখ থেমে নেই বিভিন্ন ভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
এবং আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে একপর্যায়ে মামুন শেখ বিভিন্ন কায়দায় আমাকে হুমকি ধামকি প্রদান করে। সুএে আরো জানা যায় নয়ন তাঁরার বাড়ির আশপাশের বসবাস কারী দুটি পরিবার এঘটনার সত্যতার কথা শিকার করতে চাইলে তাদের কে ও মামুন শেখ ও তার স্ত্রী বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে এবিষয়ে দিঘলিয়া থানা পুলিশ মামুন শেখ এর অনৈতিক কর্মকান্ডের বিষয় সত্যতা পাওয়া গেছে বলে জানান। এবং বিষয় টি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে প্রেরন করেন এবং অসহায়ত্ত এই নয়ন তারা প্রতিবেদক দের কান্না জড়িত কন্ঠে বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান যে সুস্থ তদন্ত সাপেক্ষে সত্য ঘটনা উন্মোচন সহ যাতে আমি ন্যায় বিচার পেতে পারি, এটি আমার প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top