রবিউল ইসলাম,খুলনাঃ খুলনা ৪-আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা মহানগর যুবলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ গত ১ অক্টোবর বিকাল থেকে সন্ধ্যা অবধি তেরখাদা উপজেলার মধূপুর ইউনিয়নের মোকামপুর বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মিলন বিশ্বাস,রূপসা উপজেলা আওয়ামীলীগের সদস্য আলমগীর মল্লিক,ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসিন, কৃষকলীগ নেতা মাহিরুল হক মাহি,আওয়ামীলীগ নেতা মফিজ মোল্যা,বাবলু বিশ্বাস,ইউপি
সদস্য ইলাহি শেখ, ফজিলা বেগম,আওয়ামীলীগ নেতা মাহবুব শেখ, আশরাফ ফকির,আকতার শিকদার,
বারেক মল্লিক, নিজাম মোল্যা, রাজ্জাক বিশ্বাস,এনজেল শেখ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জহির আব্বাস, ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক সাঈদ মোল্যা,যুবলীগ পিন্টু মল্লিক, জনী খান,মেহেদী হাসান, মতিউর রহমান,করিম মোল্যা,আমিরুল রুবেল, জামশেদ, মিরাজ মোল্যা,আলামিন,ইমরান, শিমূল, লিটন,আবির, ছাত্রলীগ নেতা হাকিম শেখ,ইমদাদুল বিশ্বাস,নাহিদ ফকির,মোজাহিদ ফকির,সালমান ফকির, রাসেল বিশ্বাস, আবির ফকির,আবুল হাসান,সজীব বিশ্বাস প্রমূখ।