বগুড়ার ধুনটে জমি নিয়ে মারামারি আহত ৬

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটের গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জোর ধরে মারামারি হয়েছে এতে আবু বক্কর সিদ্দিক এর পরিবারের প্রায় ছয় জন আহত ও অপর পহ্মের দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকার মোঃ আবু বক্বর সিদ্দিক এর সঙ্গে একই এলাকার মোঃআশাদুল খাঁ এর সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলিয়া আসিতেছে। এমতে অবস্থায়, ২৯/৯/২০২৩ তারিখ শুক্রবার সকাল আট ঘটিকার সময় প্রভাবশালী ব্যক্তি আশাদুল এর নেতৃত্বে আবু বক্কর সিদ্দিক এর পরিবারের ওপর হামলা করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র কাঠের বাটাম লোহার শাবল দিয়ে মারপিট করে এতে আবু বক্কর সিদ্দিক সহ ছয় জন আহত হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় এবং সেখানে তাদের চিকিৎসার অবনতি হলে কর্তব্যরত ও চিকিৎসক তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন এবং তিনজন জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে। পরে আবু বক্কর সিদ্দিক বাদী হইয়া ধুনট থানায় মোঃআশাদুল খাঁ, মোঃআপেল খাঁ, মোঃআখিল খাঁ,মোঃস্বপন, রবিউল,জয়নাল,রুমন, কাউসার,সহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি এজাহার দাখিল করেন। এই বিষয়ে, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান,দুই পক্ষের দুটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top