খন্দকার ছদরুজ্জামান,নড়াইলঃ নড়াইলের লোহাগড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা কন্যাশিশুসহ সহ অভিভাবকরা অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো আজগর আলীর সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আকতার এর পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন নারী ও শিশুদের অধিকার এবং মামব পাচার
প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খায়রুল আলম, মহিলা সেল্টারের প্রশিক্ষক মর্শিদা বেগম,চায়না বেগম,সাংবাদিক খায়রুল ইসলাম, জহুরুল হক মিলু প্রমুখ বক্তব্য রাখেন। কন্যা শিশু দিবস ২৮ সেপ্টেম্বর সারাবিশ্বে পালিত হলেও বাংলাদেশে ৩০ সেপ্টেম্বর সপ্তাহ ব্যাপি জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়ে আসছে। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন শিশু কিশোরী ক্লাবের সদস্য, প্রশিক্ষণার্থী মহিলা সহ মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করে।