হারাধন কর্মকার রাজস্থলীঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৪ শে সেপ্টেম্বর রবিবার তৃণমূল প্রতিনিধি সম্মেলন আগত হাজার হাজার নেতাকর্মীদের মাঝে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে শরবত বিতরণ করা হয়। শরবত বিতরণ করার পূর্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙ্গামাটি জেলা শাখার শরবত বিতরণ স্টলটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা
শাখার সহ সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তৃণমূল প্রতিনিধি সম্মেলনে দশটি উপজেলা, দুই টি পৌরসভার প্রায় ছয় হাজারের অধিক নেতাকর্মী অংশ গ্ৰহণ করেন।