সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ দিঘলিয়া উপজেলার সদর গ্রামে এক সপ্তাহের ব্যাবধানে মসজিদের সভাপতির বাড়িতে চোরেরা হানা দিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলায় বর্তমান সময়ে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। দিঘলিয়া থানা পুলিশ এলাকার ককজন নিয়ে রাতে পাহারার ব্যবস্থা করেছে। তবুও যেন চুরি থামছে না। দিঘলিয়া মোড়ল মার্কেট সংলগ্ন মসজিদ কমিটির সভাপতি জহুর মোড়লের বাড়িতে চোর হানা দিয়ে ব্যর্থ হয়েছে। গ্রীল কেটে ঘরে ঢুকলেও চোর চুরি করতে পারেনি। গত ৯ সেপ্টেম্বর নৈশ দস্যুদল মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়নার বাড়ি হতে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে অবাধে পালিয়ে যায়। গত ১১ সেপ্টেম্বর মসজিদের ইমামের বাড়িতে
গ্রীল কেটে ঢোকে চোরের দল। দিঘলিয়া উপজেলার দিঘলিয়া মোড়ল মার্কেট সংলগ্ন মসজিদ কমিটির সভাপতি জহুর মোড়লের বাড়িতে গত বুধবার রাতে চোর হানা দিয়ে জানালার গ্ৰীল কেটে ভেতরে প্রবেশ করে। বাড়ির মালিক ঘুম থেকে উঠে পড়লে চোরের দল ব্যর্থ হয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়নার বাড়িতে গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে দস্যুদল চোরের বেশে বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরে রক্ষিত প্রায় ১২ ভরি স্বর্ণ ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে অবাধে পালিয়ে যায়। মসজিদের ইমাম ইমদাদ উল্লাহর বাড়িতে গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে সংঘবদ্ধ দস্যুদল চোরের বেশে হানা দিয়ে জানালার
গ্রীল কেটে ভেতরে প্রবেশ করার সময় বাড়ির মালিকের স্ত্রী টের পেয়ে চিৎকার দিলে চোরেরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইমাম ইমদাদ উল্লাহ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়র করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী বারাকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা শেখ আল মামুন জানান, বর্তমানে এলাকায় উদ্বেগজনক হারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। একাধিক চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন, ইতোমধ্যে পুলিশি টহল জোরদার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। অব্যাহত চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। চোর ধরতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।