ছাতকে পাপলু দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে জামিলের পরিবার

সেলিম মাহবুব, সিলেটঃ ছাতকে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন ছাতক পৌর শহরের বৌলা গ্রামের বাসিন্দা আয়না মিয়ার পুত্র জামিল মিয়া। টাকা-পয়সা খুইয়ে এখন পাগলের মতো মানুষের দ্বারে-দ্বারে ঘুরছেন জামিল মিয়া ও তার পিতা আয়না মিয়া। তথ্য নিয়ে জানা গেছে, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের শারপিনগর-টিলাগাঁও গ্রামের দালাল পাপলু মিয়ার সাথে ১৪ লক্ষ টাকায় ফ্রান্স যাওয়ার কন্ট্রাক করে পাপলু মিয়াকে ব্যাংকের মাধ্যমে ৫লক্ষ ৮০হাজার টাকা দেয় বিদেশ যাত্রী জামিল মিয়া ও তার পিতা। টাকা নিয়ে আত্মগোপনে চলে যায় আদম বেপারি পাপলু মিয়া। তখন থেকেই নীরিহ আয়না মিয়া ও তার পুত্র বিদেশ যাত্রী জামিল মিয়া হণ্যে হয়ে দালালের খোঁজে ঘুরে-ঘুরে আরো লক্ষাধিক টাকা ব্যয় করেও

দালালের দেখা পাচ্ছেন না বলে জানান, বৌলা গ্রামের আয়না মিয়া। দালাল পাপলু মিয়ার পিতা শারপিন নগর- টিলাগাঁও গ্রামের আছকির আলী ও মাতা রাবিয়া বেগম গত ৩০ জুলাই বিদেশ যাত্রী জামিল মিয়ার টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিলেও অসহায় পরিবারের টাকাগুলো তারা ফেরত দিচ্ছেনা।এদিকে ছাতক পৌরসভার বাগবাড়ি গ্রামের বাসিন্দা রহিম আলী সহ এলাকার একাধিক লোক জানান, দালাল পাপলু মিয়া মানুষকে বিদেশে পাঠানোর নাম করে অনেক লোকের কাছ থেকে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সে গা-ঢাকা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top