সেলিম মাহবুব, সিলেটঃ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের নরসিংপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নরসিংপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক আলহাজ্ব ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং মনোয়ার আলী মনরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর উদ্দিন, সমাজসেবক হাফিজ মাওলানা আব্দুল মতিন, ইসলাম খাঁন, মোবারক আলী, ব্যবসায়ী আজিজুর রহমান, সিরাজুল ইসলাম,শামছুল ইসলাম, হাজী আহমদ আলী, হাজী আমজদ আলী, ওয়াশিদ আলী, মরম আলী, ইসলাম উদ্দিন, জয়নাল হাজারী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, উপজেলার নরসিংপুর বাজারে কিছু প্রভাবশালী লোক বাজারের জমি-সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছেন। অবৈধ দখলকারীদের হাত থেকে বাজারের ভূমি উদ্ধার
করতে সকল বক্তারা উপজেলা প্রশাসন ও সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বলেন, বাজারে কৃষকের উৎপাদিত ধান ক্রয় বিক্রির কোন জায়গা নেই,
গরু ক্রয় বিক্রয় করারও জায়গা নেই, অথচ বাজারের প্রচুর পরিমাণ জমি অবৈধ দখলদারদের কবলে। এলাকাবাসীর স্বার্থে অবৈধভাবে দখলকারীদের কবল থেকে জমি উদ্ধার করে ধান, সবজি ও গরু ক্রয় বিক্রয় করার জায়গা নির্ধারণ করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ। বাজারের ধান বিক্রির জন্যে সেড ঘর তৈরী করতে কেউ অবৈধভাবে বাঁধা দিতে আসলে এলাকাবাসী প্রতিহত করবে বলে সভায় হুসিয়ারি উচ্চারণ করেন বক্তারা। এ সময় বক্তারা নরসিংপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ নুর উদ্দিনের দায়েরকৃত একটি ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানানো হয়।