নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের রিধইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর (সোমবার) রিধইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা সরকারি শিক্ষা অফিসার ইদ্রিস আলী প্রামানিক,
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ সামছুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী। ঐ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ম্যনেজিং কমিটির সদস্য, অভিভাবক মা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্টানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান তোতা।