সোহান’স কোচিং এর উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের মতবিনিময় ও সংবর্ধনা

কামরুজ্জামান কুষ্টিয়াঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সোহান’স বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তির স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম (সোহান’স কোচিং) এর উদ্যোগে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার ৫ শতাধিক কৃতী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও  সংবর্ধনা -২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোহান’স কোচিং এর প্রতিষ্ঠাতা ও পরিচালক নাহিদুল ইসলাম সোহানের সভাপতিত্বে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মাহাবুব উল আলম হানিফ বলেন,সরকার তা নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও দরিদ্র মানুষকে সহায়তা করার বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, মহামারি করোনা ও রাশিয়া যুদ্ধের কারণে ৩ বছর দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এ যুদ্ধের কারণে শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। সরকারের পক্ষ থেকে ওএমএস প্রাইজ কার্ডের মাধ্যমে সুযোগ, দেওয়া হচ্ছে টিসিবি মাধ্যমে সহযোগিতাসহ ৪ কোটি মানুষকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যা অচিরেই দ্রব্যমূল্য সাধারণ জনগণের নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি উল্লেখ করেন।

হানিফ আরও বলেন, বিএনপি আইনের শাসনের প্রতি আস্থা বা বিশ্বাস নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা হত্যার বিচার বিএনপি করেনি। সে কারণে যেকোনো অন্যায় অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি। স্বাধীনতাবিরোধীদের বিচার হলে বিএনপির আঁতে ঘা লাগে।

তিনি আরো বলেন, ২০১৩ সালে ৫ মে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য হেফাজত ও বিএনপির কর্মীরা ঢাকার শাপলা চত্বরে আগুনের তাণ্ডব চালিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার সাথে তাদের বিরূদ্ধে একশন নিলে ১০ মিনিটের ভিতর হেফাজত কর্মীরা পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ৬১ জন নিহতের তালিকা দিয়েছিলেন মানবাধিকারকর্মী আদিলুর রহমান। সেটা বিদেশি ও বাংলাদেশের কিছু মিডিয়াতে প্রকাশ করা হয়। পরবর্তীতে দেখা যায় ৬১ জন হেফাজতকর্মী বেঁচে আছেন। মিথ্যাচার করায় মানবাধিকারকর্মী আদিলুর রহমানের তথ্য মিথ্যা হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। মতবিনিময় শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট,চুয়েট,মেডিকেল সহ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

সোহান’স কোচিং এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: নাহিদুল ইসলাম সোহান বলেন, সোহান’স বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তির স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম দীর্ঘ ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়-ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে একটি আস্থার নাম। এই সুদীর্ঘ সময়ে সোহান’স কোচিং অসংখ্য শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে সহযোগিতা করতে সক্ষম হয়েছি। সোহান’স কোচিং থেকে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার ৫ শতাধিক কৃতী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করার জন্য কুষ্টিয়াবাসীকে সোহান’স কোচিং এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীরা, সুশীল সমাজ,অবিভাবক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top