কেন্দুয়া প্রতিনিধিঃ ‘গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ ‘ শ্লোগানে ৭৪নং নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ অভিযান ২০২৩ ও সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চিটুয়া নওপাড়া, বৈরাটি গ্রামের সাধারণ মানুষের মাঝে ও স্কুল প্রতিষ্টান, মসজিদ, মাদ্রাসায় ১৮৬ টি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড ও ১৩ নং পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম শাহীন, ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী, এলাকার সচেতন ও সকল স্তরের সাধারণ মানুষ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
নওপাড়া গ্রামের মোঃ মন্তাজ মিয়া ও জুলেখা আক্তার গাছ পেয়ে অনেক খুশি ও বাড়ির আঙিনায় রোপন করবে বলে জানান। বীর মুক্তিযোদ্ধার সন্তান আশরাফুল আলম খান শাহীন বলেন,হুমায়ুন কবির ভূৃৃঁঞা ও সেলিম ভূঁঞা এ কর্মসূচির মূল উদ্যোক্তা। মুক্তিযুদ্ধ প্রজন্মের পক্ষ থেকে তথা আমার পক্ষ তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ময়মনসিংহে অধ্যয়নরত সামিয়া ইসলাম অনিশা বলেন, এই বৃক্ষরোপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যেগ। কর্জে হাসান প্লাটফর্ম
কেন্দুয়া উপজেলার প্রতিষ্ঠাতা পরিচালক, উপজেলা শ্রমিককল্যাণ সভাপতি ও চিটুয়া নওপাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের সম্মানিত সদস্য মোঃ হুমায়ুন ভূঁঞা জানান, এলাকার সকল মানুষের সহযোগিতায় বিশেষ করে যুবকদের অংশগ্রহণে আমাদের ২৪ জন স্বেচ্ছাসেবীর প্রত্যক্ষ শ্রমে বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণ অভিযান অতীব গুরুত্বপূর্ণ এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে আমরা মানুষের মাঝে একটি মেসেজ দিতে চাই । আর তা হলো সমাজের মানুষ যেনো ভালো কাজগুলো একসেপ্ট করে।