রানা মোল্লা দিঘলিয়াঃ ০৯/০৯/২০২৩ শনিবার দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মত সিজারিয়ান সেকশন অপারেশন সম্পন্ন হলো। সিজার করেছেন অত্র হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ সোহেলী শারমিন ।
এনেসথেসিয়া দিয়েছেন ডাঃ স্বপন কুমার মন্ডল,জুনিয়র কনসালটেন্ট,এনেসথেসিয়া। আরও উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবিব এবং তিন জন সিনিয়র
স্টাফ নার্স। বাচ্চা জন্মের পর বাচ্চাকে পর্যবেক্ষণ করেন ডাঃ তামান্না মহিউদ্দিন , জুনিয়র কনসালটেন্ট, শিশু। বর্তমানে বাচ্চা এবং মা দুইজন ই ভালো আছেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র হাসপাতালের সম্মানিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনাব ডাঃ মোঃ মাহবুবুল আলম।