হারাধন কর্মকার রাজস্থলীঃ রাঙ্গামাটি জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা নাসরিন সুলতানা, ডেপুটি সিভিল সার্জন ডা. শিবলী সফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম জাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমুখ। সভায় রাঙ্গামাটি জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন
কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা সভায় আসন্ন সনাতন ধর্মাবলম্বী দূর্গা পূজার সার্বিক নিরাপত্তাসহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয় এবং নির্বিঘ্নে দূর্গাপূজা পালনে সকলকে সচেতন হতে আহ্বান জানানো হয় আইনশৃঙ্খলা সভা থেকে। এছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং, জেলার স্বাস্থ্য সেবা, মাদকের ব্যবহারসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনাসহ সিদ্ধান্ত গৃহীত হয়।