পিতার জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন- এমপি পুত্র শাহ মোহাম্মদ নাহিয়ান হারুনদ

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠিঃ ঝালকাঠি- ১ (রাজাপুর – কাঠালিয়া) মাননীয় সংসদ সদস্য বজলুল হারুন এমপি মহোদয়ের  সুযোগ্য সন্তান শাহ্ মোহাম্মদ নাহিয়ান হারুন বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ- কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত হওয়ায়   রাজাপুর – কাঠালিয়া সর্বস্তরের জনগন  শাহ্ মোহাম্মদ নাহিয়ান হারুনকে অভুতপূর্ব ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। ৯ সেপ্টেম্বর শনিবার বেলা ৩ টায় শাহ, মোহাম্মদ নাহিয়ান হারুন ও সফরসংগী উত্তরা থানা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাসিবরুমি, আওয়ামী লীগ নেতা হাসান সাদি ঢাকা থেকে সড়ক পথে  গাবখান সেতু পশ্চিম প্রান্তে পৌছার সাথে সাথে অপেক্ষমান রাজাপুর কাঠালিয়ার আওয়ামী লীগ,সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীগ, ছাত্রলীগ,যুবমহিলালীগ,তাতিঁ লীগ,ও অংগ সংগঠন নেতাকর্মী সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরন করেন। পরে মটর সাইকেল ও মাইক্রো  শোভা যাত্রা সহকারে  কানুদাসকাঠি কমপ্লেক্সে পৌছিলে হাজার হাজার নেতাকর্মী তাকে

ফুলেল শুভেচ্ছা  ও অভিনন্দন জানান।রাজাপুর কানুদাসকাঠি কমপ্লেক্স পৌছে   বিকাল ৫ টায় শাহ মোহাম্মদ নাহিয়ান হারুন তার প্রয়াত দাদা  আলহাজ্ব মাওলানা আব্দুর রব (রহঃ) বুলবুলে বাংলাদেশ এর মাজার জিয়ারত করেন।সেখানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রাজাপুর উপজেলা শাখার সভাপতি হযরত মাওঃ মোঃ মুস্তাকিম বিল্লাহ।  এ সময় জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার  পরিবারের জন্য কায়মোন বাক্যে দোয়া করা হয়,এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।পরক্ষণেই  রাজাপুর কাঠালিয়ার বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।পরে

শাহ মোহাম্মদ নাহিয়ান হারুন শুভেচ্ছা  বক্তব্যে বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজাপুর কাঠালিয়াবাসীর পক্ষথেকে কৃতজ্ঞতা ও প্রানঢালা অভিনন্দন জানান।আসন্ন সংসদ নির্বাচনে বজলুল হক হারুনকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী  করার আহব্বান জানান।স্মার্ট বাংলাদেশ গড়তে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।এ  সংবর্ধনা অনুস্ঠানটির সন্ঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top