খুলনা যোগিপোল ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ যোগিপোল ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। উদ্বোধন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন বলেন, দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় যোগিপোল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এবং সকল মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানে মশা নিধন স্প্রে করার উদ্যোগে গ্রহণ করা হয়েছে। এরই অংশহিসাবে এডিস মশা নিধন কার্যক্রমে মশার প্রজননস্থলে স্প্রে করণ এবং জনসচেতনতামুলক

বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন এডিস মশার হাত থেকে বাঁচতে আমাদের প্রত্যেককে আরো বেশি সচেতন হতে হবে। আমাদের বাড়ীর আঙ্গীনা এবং এডিসের লাভা জমে এমন স্থান পরিষ্কার রাখতে হবে।
এ সময় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম পিটো, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য শাহ হাফিজুর রহমান, ইউপি সদস্য শরিফুল ইসলাম, মো. মামুন শেখ, সংরক্ষিত মহিলা মেম্বর মাহফুজা বেগম, শাহারা জলি খানম, হাফিজা বেগমসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top