সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক মৎস্যখাদ্য ও পশুখাদ্য ২০১০ বাস্তবায়নে দিঘলিয়া উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গত বুধবার (৩০ আগস্ট) দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক দিঘলিয়ায় মৎস্যখাদ্য ও পশুখাদ্য ২০১০ বাস্তবায়নে দিঘলিয়ার হাটে-বাজারে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ। এ সময় মেয়াদোত্তীর্ণ
লাইসেন্স/লাইসেন্সবিহীন ভাবে মৎস্যখাদ্য বিক্রয়ের দায়ে বারাকপুর বাজারের ২ মৎস্যখাদ্য ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন ও দিঘলিয়া থানা পুলিশ। দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, এ ধরণের অভিযান দিঘলিয়ার হাটে-বাজারে অব্যহত থাকবে।