প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা খুলনা শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প

 খানজাহান আলী থানা প্রতিনিধিঃ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা খুলনা শাখার উদ্যোগে এবং খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সার্বিক সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার খানাবাড়ী যুব সংঘ ক্লাব প্রাঙ্গনে দিনব্যাপি অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে খানাবাড়ী গার্লস হাই স্কুল, খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানাবাড়ী এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ অন্যান্যরা সেবা গ্রহণ করেন। সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন খানাবাড়ী যুব সংঘ ক্লাবের সভাপতি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু হেনা বাবলু, এবং সাধারন সম্পদক তৈয়েবুর রহমান লিটন। এ সময় খানাবাড়ী গার্লস হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট

 

অভিনেতা সুমন আহমেদ বাবু, ক্লাবের সদস্য মো. শফিউদ্দিন শফি, শেখ ইমন, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার মুজাহিদ, খাদিজা, মোহনা ও ফাইজুল এবং খুলনা শাখার শাহীন, আসাদ, রিয়াজ, ফুলবাড়ীগেট ব্লাড ডোনার ক্লাবের তাকিব, নাঈম, জিল্লু খুলনা ব্লাড ব্যাংকের মাসুদ, খুলনা ব্লাড ফাইটার্স এর হাসিব ভুইয়াসহ ক্লাবের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিল। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষিরা একটি অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। হাসবে মানুষ, এগিয়ে যাবে দেশ, মানবতার বাংলাদেশ এই স্লোগানে সংগঠনটি আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। তারা মুমুর্ষ রোগিকে রক্তদান, ব্লাড গ্রুপিং নির্ণয়, মেডিকেল চিকিৎসা সেবা, ব্লাড প্রেসার নির্ণয়সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top