রাজস্থলী প্রতিনিধিঃ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার বাসিন্দা মানবাধিকার কর্মী,সৎ সাহসী ও মানবিক সাংবাদিক মোঃ সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাঙ্গালহালিয়া বাজার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ১৯ শে আগস্ট শনিবার বিকালে বাঙ্গালহালিয়া বাজারের যাত্রী ছাউনীর সামনে রাজস্থলী উপজেলা মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি ( এম টি পি এস) ওয়াল্ড , সাংবাদিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ রেজাউল আলম, উপজেলা যুবলীগের সহ- সভাপতি আবু মুছা, ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, নুশরাত জাহাজ নিশু প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন চন্দ্রঘোনা থানায় অবিলম্বে সুমনের বিরুদ্ধে হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহার
ও মিথ্যা মামলা দায়েরকারীকে আইনের আওতায় আনতে হবে এবং সকল ধরনের প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে। বক্তরা আরো বলেন সুমন গত বেশ কিছুদিন ধরে তার গ্ৰামের বাড়ি খাগড়াছড়িতে পারিবারিক কাজে ছিলেন। তাকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন একটি মামলা দায়ের করেছেন বলে জানান। তাই তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাটি সুষ্ট ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলার প্রকৃত আসামিকে আটক করে, মুল ঘটনার উদঘাটন করার দাবি জানানো হয়। জানাযায় ঘঠনার দিন মামলার বাদীর মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রথম দিনে শফিপুর এলাকার আবুল কালাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাকে ৩ দিন থানায় আটকে রেখে পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সাংবাদিক সুমন এলাকায় ছিলোনা তাকে হয়রানি করার জন্য এলাকার একটি প্রভাবশালী মহলের ইন্দনে তাকে আসামি করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী নুশরাত জাহান নিশু।