শ্রীমঙ্গল পূর্বাশা থেকে ৫ ফুট লম্বা দুধরাজ সাপ উদ্ধার

প্রতিবেদক: জালাল উদ্দিনঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পূর্বাশা এলাকা থেকে ৫ ফুট লম্বা একটি দুধরাজ সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার ৩১ অক্টোবর ২০২২ইং, দুপরে পূর্বাশা আবাসিক এলাকার রবিন পাল চম্পুর বাসা থেকে এই সাপটি উদ্ধার করা হয়।
রবিন পাল চম্পুর বলেন, আজ দুপরে হঠাৎ আমার বাসার ভিতরে একটি সাপ ডুকে পড়ে, সাপ দেখে বাসার সবাই আতংকিত হয়ে পরেন। পরে স্থানীয় লোকজন সবাই মিলে সাপটিকে মারার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে এলাকার এক মহিলা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এসে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, দুপুরে পূর্বাশা আবাসিক এলাকা থেকে এক জন ভদ্র মহিলা আমাকে ফোন করে বলে যে তাদের এলাকায় রবিন পাল চম্পুর বাসায় একটি লম্বা সাপ ডুকে পরেছে। এবং এলাকার কিছু লোক সাপটিকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে, মহিলার ফোন পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি।
তিনি আরও বলেন, সাপটি ৫ ফুট লম্বা এবং সাপটির নাম হচ্ছে দুধরাজ।
বনবিভাগের সাথে কথা বলে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top