রিপোর্টারঃ মনজুরুল ইসলামঃ নাটোরের বড়াইগ্রামে ঘরের মাটির দেয়াল চাপা পড়ে আম্বিয়া বেগম নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে উপজেলার জালশুকা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আম্বিয়া বেগম একই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রহমানের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়,দুপুরে গৃহবধূ আম্বিয়া বেগম বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ঘরের মাটির দেয়াল মেরামত করছিলেন।এক পর্যায়ে দেয়ালটি ভেঙ্গে পড়লে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।