হোসাইন মোহাম্মদ কাওছার,ঝালকাঠিঃ ঝালকাঠির – ১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিএইচ হারুন তার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন। রবিরার সন্ধায় উপজেলার কানুদাসকাঠি এলাকায় তার নিজ বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শৌলজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদ হাসান রিপনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, কাঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামাল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু
,কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাদশা,রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খলিফা সহ দুই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ,যুব মহিলা লীগ,ছত্রলীগ সহ বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বি এইচ হারুন এমপি দুই উপজেলার দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার পক্ষে কাজ করার অহবান জানান।