জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

হারাধন কর্মকার রাজস্থলীঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১১ আগস্ট ( শুক্রবার) বিকেল ৪ টায় রাঙ্গামাটি জেলা দলীয় কার্যালয়ে জেলা, শহর ও সদর থানা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য মো: আবু তৈয়ব, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুবলীগের

যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম সম্পাদক লিটন বড়ুয়া, সাংগঠনিক মো: ফজলুল করিম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভার আগে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। লোক সভায় প্রধান অতিথি রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন প্রয়াত পিতার স্বপ্ন বাস্তবায়নের নিরলসভাবে কাজ করছে তারে সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন শোককে শক্তিতে পরিণত করে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top