আমাদের তেলিগাতী অফিসিয়াল ফেসবুক গ্রুপের উদ্যোগে মৃত ব্যক্তিকে (মুদ্দার) গোসলের সঠিক নিয়ম বা পদ্ধতির প্রশিক্ষণ

 খানজাহান আলী থানা প্রতিনিধিঃ মানুষ হিসাবে জন্মনিলে অবশ্যই তাকে একদিন মৃত্যুর স্বাদগ্রহন করতে হবে। আর মুসলিম হিসাবে জন্মনিলে তার মৃত্যুর পর পরপারের জগতে যাত্রাটি যেন পবিত্র হয় এ জন্য দুনিয়াতে তার শেষ গোসলটি অত্যান্ত গুরুত্বপুর্ন। মৃত ব্যক্তির শেষ গোসলটি অপরের উপর নির্ভর করতে হয়। তাই শেষ গোসলটি যেন সঠিক ও সুন্দর ভাবে সম্পন্ন হয়। গোসলটি যাতে পবিত্রতার সাথে সম্পন্ন করে চিরস্থানীয় কবরবাসী করা যায় সে জন্য আড়ংঘাটা থানাধিন আাামাদের তেলিগাতী অফিসিয়াল ফেসবুজ গ্রুপ এবং ইউটিউভ চ্যানেল আয়োজন করে ব্যতিক্রমি এক

 

প্রশিক্ষণের। পাচটি পুরুষ ও পাচটি নারী মোট দশটি প্রশিক্ষণ ক্যাম্পেইনের প্রথমটি গতকাল শুক্রবার বিকাল ৩টায় তেলিগাতী পাকার মাথায় অণুষ্ঠিত হয়। মৃত ব্যক্তিকে(মুর্দ্দার) গোসলের নোরী)সঠিক নিয়ম বা পদ্ধতির এই প্রশিক্ষণ ক্যাম্পেইনে প্রশিক্ষণ প্রদান করেন আম্বিয়া বেগম ও তার মৃদ্দার গোসল করানোর টিম। প্রথম প্রশিক্ষণ ক্যাম্পেইনে মোট ৩০জন নারী অংশগ্রহন করেন। পরবর্তি ক্যাম্পেইন পুরুষদের খানাবাড়ী ঈদগাহে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় ছিলেন তেলিগাতী ফেসবুক অফিসিয়াল পেজের কর্মকর্তা মো. সুজন পরশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top