বরিশালে দুই সহোদরের দুই শিশু কন্যা পুকুরে পড়ে মৃত্যু

কঞ্জন কান্তি চক্রবর্তী, বরিশাল :::: বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড বাঘিয়া আবহাওয়া অফিস সংলগ্ন নয়াদা বাড়ী নিবাসী দুই সহোদরের দুই শিশু কন্যা পুকুরে পড়ে মৃত্যু ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ১০আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে

 

পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামতে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। স্থানীয় সুত্রে জানা গেছে মৃত্যু দুই শিশু বাঘিয়া আবহাওয়া অফিস সংলগ্ন নয়াদা বাড়ীর দুই ভাই আনোয়ার ও দেলোয়ার এর দুই শিশু সন্তান। ওরা দুই জন একজনের বয়স ৪ বছর, আরেক জনের ৫ বছর, তাদের মৃত্যুতে শোকের মাতন চলছে ওই বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top