ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেলেন দিঘলিয়া থানার ২ গ্রাম পুলিশ

 ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ ::: খুলনা গ্রাম থেকে শহর, দেশের সব জায়গাতেই আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে পুলিশ। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের সেবক। এই আদর্শে ব্রত হয়ে পুলিশ সর্বদা জনগণের সেবা প্রদান করে আসছে। আর এ সকল কাজে সহযোগিতা করে থাকে গ্রাম পুলিশ। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ ১৯৮৩ এর মাধ্যমে গ্রাম পুলিশ নামকরণ করা হয়। এর পূর্বে তাদেরকে সবাই চৌকিদার বা দফাদার বলেই জানতো। তারা এলাকার জনগণকে শান্তিতে বসবাস করার কাজে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সার্বিক সহযোগিতা প্রদান করা ছাড়াও ইউনিয়ন পরিষদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। খুলনার দিঘলিয়া থানা কর্তৃক বিগত ১ মাসে তাদের এ

 

সকল ভাল কাজের মূল্যায়নে দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়ন পরিষদের মোঃ বিল্লাল মুন্সী শ্রেষ্ঠ গ্রাম পুলিশ (দফাদার) এবং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের মোঃ শামসুর রহমান (চৌকিদার) শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন। আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় দিঘলিয়া থানাধীন সকল গ্রাম পুলিশের উপস্থিতিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ দুই গ্রাম পুলিশকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন। পুরস্কার প্রাপ্তিতে গ্রাম পুলিশ দ্বয় অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়ে থানা কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পুরস্কার প্রদানের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে থানার ওসি রিপন কুমার সরকার জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top