রিপোর্টারঃ মনজুরুল ইসলামঃ নাটোরের নলডাঙ্গায় কালিগঞ্জ গ্রামে মালবোঝাই অটো ভ্যানচাপায় সায়মা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ ৯ আগস্ট বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সায়মা খাতুন উপজেলার কালিগঞ্জ গ্রামের সালাউদ্দিনের মেয়ে।
এলাকাবাসী জানায়, আজ ৯ আগস্ট বুধবার বিকেলে রাস্তার পাশে খেলা করছিল সায়মা খাতুন। এ সময় নাটোর থেকে ত্রিমোহনীগামী একটি মাল বোঝাই অটো ভ্যান ওই দিক দিয়ে যাচ্ছিল। সায়মা খাতুন খেলতে খেলতে রাস্তার উপরে চলে আসলে অটো ভাড়াটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।