নড়াইলের কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী

খন্দকার সাইফুল নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বুধবার ০৯ আগষ্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষনা দেন। নড়াইলের কালিয়া উপজেলা সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সে নড়াইল থেকে যুক্ত হন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃঞ্চ পদ ঘোস, উপজেলা নির্বাহী

অফিসার রুনু সাহা প্রমুখ। উল্লেখ্য, জেলায় মোট ১৩৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের চুড়ান্ত তালিকা করা হয়েছে। এর মধ্যে কালিয়া উপজেলায় ৬২৩টি ভূমিহীন ও গৃহহীন চুড়ান্ত করা হয়। এর মধ্যে ৫৩৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২কক্ষ বিশিষ্ট ২শতক জমি দেওয়া হয়েছে। আর বাকী ৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২কক্ষ বিশিষ্ট ২শতক জমির হস্তান্তরের মাধ্যমে কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top