মীর ইমরান-মাদারীপুরঃ মাদারীপুরের শিবচর উপজেলার পৌর এলাকার গুয়া তলা গ্রামের প্রবীন রাজনীতিবিদ মুক্তি যুদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন খান।গত কয়েক দিন যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আই.সি. ইউ তে চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার(৭আগষ্ট ) বেলা ১১ টার সময় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন খানের মৃততে জাতীয় সংসদে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপিসহ সর্ব স্তরের জনগন শোক প্রকাশ করেন। ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ৭ টি থানার কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য ছিলেন এ প্রবীন নেতা।
বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর দাদা ভাইয়ের রাজনৈতিক একনিষ্ঠ সহযোগী ছিলেন।এ বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন খুলনায় সফলতার সাথে শিপিং ব্যবসা করেন । শিবচর পৌরসভার প্রথম প্রশাসকের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন খান। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন এ বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন খান স্ত্রী ,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আগামী কাল মঙ্গলবার (৮ আগষ্ট) বাদ যোহর শিবচর ঐতিহাসিক হাতির বাগান মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় মরহুমের জানা জার নামাজ অনুষ্ঠিত হবে।