ছাতকের ইমামগঞ্জ বাজার উন্নয়নে ৪২ লক্ষ টাকার উন্নয়ন হয়েছে

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর ইমামগঞ্জ বাজারে ব্যবসায়ীদের পানীয় জলের সুবিধায় একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এ ছাড়া ১৬০ মিটার বাজার গলি আরসিসি ঢালাই, মাছ ও সবজী শেড নির্মাণ করা হয়েছে সরকারি অর্থায়নে। এতে বাজার উন্নয়নে ৪২ লক্ষ টাকার উন্নয়ন কাজ হয়েছে। শীঘ্রই বাজার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মুহিবুর রহমান মানিক এমপি এর উদ্ভোধন করবেন বলে জানা গেছে। পীরপুর ইমামগঞ্জ বাজার পরিচানা কমিটির সাধারণ সম্পাদক আবুল বশর

ও সাবেক সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন রনি জানান, মুহিবুর রহমান মানিক এমপি “র প্রচেষ্টায় বাজারে ৪২ লক্ষ টাকার উন্নয়ন কাজ হয়েছে। তারা স্হানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পীরপুর বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি সাবেক মেম্বার রাজন তালুকদার জানান, বাজারের গলিতে আগে ময়লা আবর্জনার স্তুপ ছিলো। ময়লা পানি ও কাদার জন্য গলিতে মানুষ হাটা চলা করতে পারতো না। এখন বাজারটি সুন্দর এবং দেখার মতো হয়েছে। এব্যাপারে আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরন যথেষ্ট সহযোগীতা করেছেন বলে তার প্রতিও কৃতজ্ঞতা জানান ব্যবসায়ী মহল।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top