আবদুস সোবহান রাহাত আলী স্কুল ম্যানেজিং কমিটি’র সভাপতি নিবার্চিত হলেন সাবেক ছাত্রনেতা সরওয়ার হায়দার

পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধিঃ পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র নিবার্চন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার (২৩ জুলাই) নিবার্চনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ ইলিয়াছ। উক্ত নিবার্চনে অন্য কোন প্রতিদ্বন্ধিতা না থাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় পৌরসভা ৫নং ওয়ার্ড ঈদুল মল্লপাড়া মরহুম আনোয়ার হোসেনের পুত্র বিশিষ্ট সমাজসেবক ও পটিয়া পৌরসভা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক সরওয়ার হায়দারকে সভাপতি নির্বাচিত করা হয়। অন্য পদে’র অভিভাবক সদস্যরা হলেন একই ওয়ার্ডের মুহাম্মদ তৌফিক ইবনে সালাম, মো: নাছির উদ্দিন, মো: রাশেদ হোসেন খাদেমী, উত্তর গোবিন্দারখীল এলাকার শফিউল আকতার চৌধুরী,

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জঙ্গলখাইন ইউপির মোছাঃ হাছিনা আকতার, সাধারন শিক্ষক সদস্য আবু তাহের মোহাম্মদ তোহা, নুরুল আবছার, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য শাহনাজ বেগমকে বিনাপ্রতিদ্বন্ধিতায় সদস্য ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ডাঃ মোহাম্মদ ইলিয়াছ। জানাযায়, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র নিবার্চনের গত ২২ জুন ২০২৩ নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। ১২ জুলাই মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে অভিভাবকপদে ৩ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে সাধারন অভিভাবক

প্রার্থীর হয় ৪জন। এতে দাতা, সাধারন শিক্ষক, সংরক্ষিত মহিলা শিক্ষক, অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে অন্য কোউ প্রার্থী না থাকায় তাদেরকে স্ব স্ব পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত  ঘোষনা করা হয়। উল্লেখ্য, গত ২০১৯-২০২২ সাল পর্যন্ত আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি হিসেবে সরওয়ার হায়দার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কমিটি’র মেয়াদ শেষ হওয়ায় সাবেক ৫নং ওয়ার্ড কাউন্সিলর এম খোরশেদ গনি এডক কমিটি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top