কুলিয়ারচরে এক মোবাইল ফোনের দোকানে মহিলা চোরচক্রের হানা ৬লক্ষ টাকার মালামাল চুরি

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিনব কৌশলে একটি টেলিকম এন্ড মোবাইল গ্যালারীর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ ২১ জুলাই শুক্রবার ভোরে হাতে বস্তা নিয়ে ভাঙ্গারীর জিনিসপত্র কুড়ানোর অভিনয় করে ৭-৮ জনের একটি মহিলা চোরচক্র উপজেলার লক্ষ্মীপুর বাজারে ভাই বোন টেলিকম এন্ড মোবাইল গ্যালারি দোকানে এ চুরির ঘটনাটি ঘটায়। এসময় চোরচক্রটি দোকানে থাকা নগদ ৬০ হাজার টাকাসহ ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ভাই বোন টেলিকম এন্ড মোবাইল

গ্যালারি দোকানের সত্ত্বাধিকারী পাভেল মিয়া জানান, শুক্রবার ভোরে তার দোকানের সাটারের তালা ও গ্লাস ভেঙ্গে অভিনব কৌশলে দুইজন মহিলা দোকানের ভিতর প্রবেশ করে সকেশ ভেঙে নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষ টাকার মালা মাল নিয়ে যায়। এসময় আরো ৫-৬ জন মহিলা বাহির থেকে পাহারা দেয়। সাথে ৬-৭ বছরের একটি শিশুও ছিলো। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ রেকর্ড থেকে চোর চক্রের ভিডিও দেখে তা নিশ্চিত হওয়া য়ায়। সিসি ক্যামেরায় তারিখ ও সময় সেটিং না থাকায় সঠিক সময় নির্ধারণ করা যায়নি। এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে বিষয়টি দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top