সৈয়দ আবুল কাসেম দিঘলিয়া খুলনাঃ দিঘলিয়াবাসীর প্রাণের দাবী দৌলতপুর খেয়াঘাট স্থানান্তরের। আর এ দাবী আদায়ের লক্ষে দিঘলিয়ায় চলছে গণস্বাক্ষর কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে এসেছেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, নানা পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণসাক্ষর কর্মসূচির প্রতি সমর্থন ও একত্বতা প্রকাশ করেন। পথের বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে বণিক সমিতির সভাপতি ডাঃ বি এম আলম ও সাধারণ সম্পাদক শেখ তরিকুল ইসলাম ডালিম দৌলতপুর খেয়াঘাট স্থানান্তরের দাবীর সাথে একাত্বতা ঘোষনা
করেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী দিঘলিয়ার পথের বাজার মোড়ে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকার সকল ব্যাবসায়ী শিক্ষক, সামাজিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিকসহ নানা পেশাজীবি সংগঠনের মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষরে অংশ নেন। গণস্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা দৌলতপুর খেয়াঘাটটি স্থানান্তরের সকল ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। নচেৎ আগামীতে এলাকাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ জোবায়ের হোসেন, ডাঃ হাফিজুর রহমান, ডাঃ সৈয়দ আবুল কাশেম, সৈয়দ সেকেন্দার আলী , পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা শেখ আব্দুস সালাম, মোল্লা মাকসুদুল ইসলাম, জিএম
আকরাম, সৈয়দ শাহাজান, ব্রক্ষগাতী ব্লাড লাইনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, কবি কৃষ্ণ চন্দ্র ব্লাড ব্যাংকের সভাপতি অধ্যাপক প্রসেনজিৎ শিকদার, দৌলতপুর খেয়াঘাট লঞ্চ ঘাটে স্থানান্তর বাস্তবায়নের মুখপাত্র সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রাজিব, ফরমাইশখানা ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ রবিউল ইসলাম, দিঘলিয়া প্রতিবন্ধী দুস্থ সংস্থার সভাপতি রফিকুল ইসলাম, পরিচ্ছন্ন দিঘলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রিয়াজ, সমন্বয়কারী সাজ্জাদ হোসেন, স্থানীয় সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, ডাঃ সৈয়দ আবুল কাসেম, আরিফুল ইসলাম হাসান, আঃ কাদের জনি, মোড়ল মনিরুল ইসলাম, শেখ শামীমুল ইসলাম, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, দৌলতপুর খেয়াঘাট বাজার কমিটির সভাপতি মোল্যা রাজু আহন্মেদ, স্বপ্নতরীর প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আলী বাকের প্রিন্স, আলোর মিছিলের শাহাজাহান মোড়ল, দিঘলিয়া ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ সালাউদ্দিন বাবু, ঘোষ গাতী যুব সংঘের সভাপতি আসাদুজ্জামান আশা, দিঘলিয়া উন্নয়ন সংস্থার সভাপতি শেখ আল আমিন, মোঃ রাতুল খোকন প্রমুখ।