সেলিম মাহবুব, ছাতক: ::: ছাতকে অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিংয়ের এক সভা বুধবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী বাজার মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী সভাপতিত্বে ও ছাতক থানার ওসি(তদন্ত) আরিফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত বীট পুলিশিংয়ের সভায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় কুমার মল্লিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির। বক্তব্য রাখেন, বিজিবির নোয়াকোট ক্যাম্প কমান্ডার মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইরা সিংহ, ইউপি সদস্য
শফিক আলী, ময়না মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন সিংহ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রঘুমনি সিংহ, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান মখলিছ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, ব্রজেন্দ্র সিংহ, প্রবাসী আওয়ামীলীগ নেতা মন্টু মিয়া প্রমূখ।