সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকের গোবিন্দগঞ্জ থেকে শনিবার সোহান আহমেদ নামের ১২ বছর বয়সি এক শিশু নিখোঁজ হয়েছে। সে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী- রামপুর গ্রামের সাব্বির আহমেদের পুত্র ও ছাত্রলীগ নেতা নয়ন আহমেদের ছোট ভাই। পরিবারের সুত্র থেকে জানাগেছে সোহান আহমেদ প্রতিদিনের মতো বিকেলে বাড়ির পাশে পয়েন্ট এলাকায় ঘুরতে বের হয়ে
আর বাড়িতে ফিরে আসেনি। রাত ৯ ঘটিকার দিকেও বাড়িতে ফিরে না আসায় তার সন্ধান করতে থাকেন পরিবারের লোকজন।তাকে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও এপর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নি। কোন সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে।
01796289896 (চাচাতো ভাই তোফায়েল আহমেদ)