দাকোপ খুলনা প্রতি নিধি ঃ খুলনার দাকোপ উপজেলায় সাহেবেরআবাদ গ্রাম থেকে থানা পুলিশের অভিযানে গাঁজা বিক্রির সময় হাতে নাতে দুই জন আটক হয়েছে।
দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ২ নং দাকোপ ইউনিয়নে সাহেবের আবাদ গ্রামের মৃন্ময় রায় এর পুত্র শিবাজী রায়(২১) ও দীনেশ হালদার এর পুত্র শ্যামল হালদার(৪৫) সাহেবের আবাদ গ্রামের সুইচ গেটের উওর পাশে ফাঁকা জায়গায় অবৈধভাবে গাঁজা বিকিকি করছিল। এমন সময় ঐ স্হানে হঠাৎ উপস্থিত হয় দাকোপ থানা
পুলিশের এস আই বিজয় কৃষ্ণ কর্মকার সহ পুলিশ ফোর্সের দল। ঘটনা স্হল থেকে ৪০ গ্রাম গঁাজা সহ হাতেনাতে এ দুই জনকে আটক করে। পরবর্তীতে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ২ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। যার মামলা নং৪ তাং ৫/৭/২৩ এব্যাপারে দাকোপ থানা পুলিশ ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত বলেন আসামী দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।মাদক দ্রব্য ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন ধরনের অভিযান অব্যহত থাকবে।