হারাধন কর্মকার রাজস্থলী :::: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় মাদক ব্যবসা ও সেবন কারীদের প্রতিরোধের বিরুদ্ধে বিশেষ উদ্যোগ গ্ৰহন করেছেন রাজস্থলী থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি। গত বৃহস্পতিবার ধরে ইসলামপুর এলাকায় গাঁজা বিক্রি কে কেন্দ্র করে দুই দিন ধরে দফায় দফায় বিরোধ সৃষ্টি হলে বিষয়টি কে কেন্দ্র করে রাজস্থলী থানার বিট
পুলিশং কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ইসলামপুর গাইন্দ্যা বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।২রা জুলাই রবিবার বিকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য এমদাদুল হক মিলন। এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী থানার সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, বালুমুড়া
মুসলিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাথে সকলকে মিল মিশ করে দেওয়া হয়েছে। এবং এলাকায় মাদক নিয়ন্ত্রণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।